নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তারা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলনের নেতৃত্বে ঢাকা থেকে আগত আইনজীবীদের একটি প্রতিনিধি দল এই প্রচারণায় অংশ নেয়। এ সময় তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আইনজীবীরা বলেন, ‘আমরা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছি। এ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ব্যারিস্টার কায়সার কামালকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি।’
নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, বরং ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে এক হয়ে মাঠে কাজ করতে হবে।’
প্রচারণা ও পথসভায় অ্যাড. আব্দুল খালেক মিলনের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. তাহমিনা আক্তার হাশেমী, অ্যাড. আতিকুর রহমান আতিক, অ্যাড. জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাড. জিল্লুর রহমান, অ্যাড. বাহাদুর, অ্যাড. মো. জিন্নাহ রবি ও অ্যাড. মো. আসাদুজ্জামান।
এছাড়াও প্রায় ৪০ জন আইনজীবীর দল উপজেলার বিভিন্ন এলাকার পথসভায় অংশ নেন।
