ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা পাইলট স্কুল সংলগ্ন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর ও এ বি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা। অনুষ্ঠান শেষে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
