নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় অন্যতম বিদ্যাপীঠ গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি করে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সকাল থেকেই বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সাইফুল রহমান, হারুন অর রশিদ, ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


