নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সমাজ উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে আকর্ষণীয় নৃত্য পরিবেশন, দেশাত্মবোধক ও আধুনিক গান, শিক্ষা ও বিনোদনমূলক নাটিকা পরিবেশন করে।
শিক্ষার্থীদের এই সৃজনশীল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, মিজানুর রহমান নন্দন, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মাজেদা খাতুন, অমর চন্দ্র সরকার ও সুশান্ত কুমার সরকারসহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিছ মিয়া বলেন,”শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।
আয়োজক কমিটি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
