শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মনোনীত প্রার্থী ও বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তাঁর মরহুমা মা জুবাইদা কামালের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সরব রয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় মায়ের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বাকলজোড়া ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় মা-বোন ও শিশুদের সঙ্গে মতবিনিময়ের সময় কায়সার কামাল তার ব্যারিস্টার হওয়ার পেছনের গল্প তুলে ধরেন।
তিনি বলেন, ”ছোটবেলায় মা বলতেন, ‘তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হতে হবে’। তখন ব্যারিস্টার কী তা বুঝতাম না, কিন্তু মাকে কথা দিয়েছিলাম তার স্বপ্ন পূরণ করব। আজ আমি ব্যারিস্টার ঠিকই হয়েছি, কিন্তু মা তা দেখে যেতে পারলেন না।”
তিনি আরও যোগ করেন যে, তাঁর মায়ের মূল স্বপ্ন ছিল যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্যেই তিনি এখন কাজ করে যাচ্ছেন।
গণসংযোগকালে ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, তার এই নির্বাচনী লড়াই কেবল রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক ও সামাজিক উন্নয়নের সংগ্রাম।
তাঁর প্রধান লক্ষ্যসমূহ হলো- যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা, বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আগামী প্রজন্মকে আদর্শ শিক্ষায় গড়ে তোলা।
কায়সার কামালের মা জুবাইদা কামাল ২০২২ সালের ২৩ জুন ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মায়ের সেই শূন্যতা বুকে নিয়েই তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় ভোটারদের মতে, কায়সার কামালের এই আবেগঘন প্রতিশ্রুতি এবং সামাজিক উন্নয়নের পরিকল্পনা সাধারণ মানুষের হৃদয়ে ইতিবাচক সাড়া ফেলছে। তারা এটিকে কেবল ভোট চাওয়ার কৌশল হিসেবে নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার হিসেবে দেখছেন।
