দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাংগাইল সদর (৫) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ এর সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১১ দলীয় জোটের সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি ) সকাল ১১ টায় টাংগাইল প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যৌথ ঘোষণার পর সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাংগাইল জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর কাপুরুষোচিত হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বিশেষ করে গত ২৬ জানুয়ারি গোপালপুর উপজেলায় মহিলা জামায়াতের কর্মীদের উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।

টাংগাইল সদর,গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল ভূঞাপুর, কালিহাতীসহ প্রতিটি উপজেলায় বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, প্রত্যেক উপজেলায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে, মামলাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি।

আহসান হাবীব মাসুদ আরও বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা প্রদান করলে লেভেল প্লেয়িং ফিল্ড তো আর থাকলো না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ১১ দলীয় জোট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে ; সুতরাং আর কেউ ফ্যাসিবাদের আমদানি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম,এনসিপির জেলা আহবায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাও. আব্দুর রহিম, সেক্রেটারি মাও. কামরুল হাসান,খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাও. শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক এডভোকেট আলাউদ্দিন খালিদ,বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও. জায়েদ হাবিব, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাও. ওলিউল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলাম,ছাত্রশিবির, ছাত্রমজলিশ,ছাত্রশক্তিসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version