শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন অসহায় মানুষের মাঝে ছাগল ও ক্ষুদ্র ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৮ জনকে দেওয়া হয়েছে পালনযোগ্য ছাগল এবং ৭ জনকে দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়, বরং একটি সামাজিক সমস্যা। এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রচেষ্টায় নিয়মিত আয়ের পথ খুঁজে পাবেন এবং সম্মানজনক জীবনে ফিরে আসতে পারবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে এ ধরনের মানবিক ও টেকসই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
