নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল রানা রংপুর জেলার পীরগাছা থানার ১নং অন্নদানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলাম ও মোছা. ছফুরা বেগম দম্পত্তির ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিকালক মো. নাজমুল হক।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বুধবার ভোর ৫:৫০ থেকে সকাল ৭:০০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মোহনগঞ্জ থানাধীন দৌলতপুর হাসপাতাল রোড সংলগ্ন ‘রহিমা এন্টারপ্রাইজ’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই যুবককে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ধৃত সোহেল রানার হেফাজত থেকে মোট ১০,২২০ (দশ হাজার দুইশো বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তদপ্তর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


