নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রইছ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক বাবু রাখাল বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ব্রজগোপাল মোদক ও ডাক্তার উম্মে হানি। প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী আরিফুজ্জামান।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভার সমাপনী পর্বে উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সক্রিয় সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি জনাব মো. রিফাতুল ইসলাম তরুণদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং স্বাস্থ্য অধিকার রক্ষায় যুবকদের ভূমিকার প্রশংসা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির প্রতিনিধি, ব্র্যাক ও ডেমিয়েন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির সদস্যরা।

