নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার সাভারের একটি ইটভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শফিককে বেলচা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি মো. শামীমকে (২২) গ্রেফতার করেছে র্যাব। নিহত শফিক এবং গ্রেফতারকৃত শামীম দুজনের বাড়িই টাঙ্গাইল জেলায় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে সাভারের ‘মেসার্স রশিদ ব্রিকস’ নামক ইটভাটায় কাজ করা নিয়ে শফিকের সঙ্গে শামীমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে শামীম ও তার সহযোগীরা বেলচা দিয়ে শফিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। ঘটনার পর অন্য আসামিরা ধরা পড়লেও প্রধান আসামি শামীম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় নিহতের ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭০) দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪ এর (টাঙ্গাইল ক্যাম্প)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাব-১৪ ও র্যাব-১২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে অভিযান চালায়। গতকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত পৌনে ১১টার দিকে আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃত শামীমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
