শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বইছে নির্বাচনি হাওয়া। প্রচার-প্রচারণা ও পাল্টাপাল্টি বক্তব্যে মাঠ উত্তপ্ত থাকলেও, কলমাকান্দায় দেখা গেল এক বিরল রাজনৈতিক সৌহার্দ্যের চিত্র। নিজের প্রচারণায় নেমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. বেলাল হোসেন।
সম্প্রতি কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারে নির্বাচনি প্রচারণাকালে জাসদ প্রার্থী মো. বেলাল হোসেন (তারা প্রতীক) প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের (ধানের শীষ) ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি এক হাতে ধানের শীষের হ্যান্ডবিল তুলে ধরে ব্যারিস্টার কামালের প্রতি তার শ্রদ্ধা ও আস্থার কথা জানান।
বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক রাজনীতির চর্চা নিয়ে কথা বলেন মো. বেলাল হোসেন। তিনি বলেন, ”ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রথম সাক্ষাতেই আমি মুগ্ধ হয়েছি। তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করছেন।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিএনপি দেশের মাটি ও মানুষের রাজনীতি করেছে। দল-মত নির্বিশেষে একটি ‘দালালমুক্ত’ বাংলাদেশ গড়াই এখনকার লক্ষ্য হওয়া উচিত।
বেলাল হোসেন ঘোষণা করেন, এই আসনে ব্যারিস্টার কায়সার কামাল বিজয়ী হলে তিনি নিজে তাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন। আর নিজে জয়ী হলে জনগণকে সাথে নিয়ে উন্নয়ন করবেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ব্যারিস্টার কায়সার কামালকে ‘বড় ভাই’ সম্বোধন করে আলিঙ্গন করেন, যা উপস্থিত ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।
নেত্রকোনা-১ আসনে বর্তমানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩০৮ জন। এই আসনে এবার মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সহায়তা করবে।


