দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘দি চাইল্ড লার্নিং হোমস’-এর ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, এসএমসি এর সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, পৌর বিএনপি’র সহ:সভাপতি মো. আমজাদ হোসেন, প্রভাষক মোহাম্মদ মাহবুবুল আলম, সাংবাদিক আল নোমান শান্তসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের খেলার মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ২০টি ভিন্নধর্মী ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে বাড়তি আনন্দ যোগ করে। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

​বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বিদ্যালয়ের ২০ বছরের এই পথচলাকে তারা সাধুবাদ জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version