নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার পেছনের দরজা থেকে মনির মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির মিয়া উপজেলার পশ্চিম বাজার ড্রেইন পাড় এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা সদরের চানপুর রোড এলাকায় ওই যুবকের মৃত উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাত ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি টোকানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজলেও কোনো সন্ধান পাননি।
গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে চানপুর রোডের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া সোমা রানী দেবনাথ কাজ শেষে বাড়িতে ফেরেন।
এরআগে তিনি গত ২০ জানুয়ারি একটি বিয়ের বাড়িতে রান্নার কাজে বাইরে গিয়েছিলেন। বাসায় ফিরে তালা খুলে ভেতরে ঢুকতেই তিনি দেখতে পান, পেছনের কাঠের দরজার ফাঁকে একজনের মাথা আটকে আছে এবং দেহটি বাইরে ঝুলে আছে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দীক হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) সজল রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দীক হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
