সিলেট প্রতিনিধি:
নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রোববার সুনামগঞ্জ সদর থানায় পরিচালিত অভিযানে ২৮০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় গুলি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
এছাড়া সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পরিত্যক্ত বাসা থেকে ২০টি পাওয়ার জেল বিস্ফোরক, ১০টি ডেটোনেটর এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়। র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
আসনভিত্তিক টহলের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও জানান, উপজেলা ভিত্তিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে এবং কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেটে ৭৮টি পৃথক অভিযানে ১২২টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
