ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে “মৎস্য কর্মকর্তার নিলাম দুর্নীতি” শিরোনামে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত ওই সংবাদে উপস্থাপিত অধিকাংশ তথ্যই সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদটি একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিভ্রান্তিকরভাবে তথ্য পরিবেশন করা হয়েছে। বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, সংবাদে উল্লিখিত নৌকা, জাল, নিলাম ও অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগের সঙ্গে চরফ্যাশন উপজেলা মৎস্য কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানসহ মৎস্য বিভাগের সকল সরকারি কার্যক্রম জাতীয় নীতিমালা, মৎস্য আইন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে থাকে। অভিযানের সময় জব্দকৃত মাছ, জাল ও নৌকা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যথাযথ নিয়ম অনুসরণ করেই সম্পন্ন করা হয় এবং এ সংক্রান্ত লিখিত রেকর্ড সংরক্ষিত রয়েছে।
প্রতিবাদ বিবৃতিতে জয়ন্ত কুমার অপু উল্লেখ করেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দায়িত্বশীল একটি সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন সংবাদ প্রকাশ করা নৈতিকতা পরিপন্থী। এতে শুধু একজন কর্মকর্তা নন, পুরো মৎস্য বিভাগ এবং সরকারের চলমান মৎস্য সংরক্ষণ কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান এবং মিথ্যা সংবাদের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানান। বিবৃতির শেষে তিনি বলেন, চরফ্যাশনের নদী ও মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য বিভাগ অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।


