দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভোলা প্রতিনিধি:

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ওই দলের নারী কর্মীরা ‘তালিম’ দেওয়ার অজুহাতে মা-বোনদের কুরআন শরিফ হাতে শপথ করিয়ে নিজেদের দলে ভোট আদায়ের চেষ্টা করছে, যা সম্পূর্ণ ধোঁকাবাজি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সীর হাট বাজারসংলগ্ন মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত বিশাল নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা এসব প্রতারণা থেকে সতর্ক থাকবেন।” নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় মানুষকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে নয়ন বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। নারীদের উদ্দেশে তিনি বলেন, “ইভটিজারকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের তালিকা করে আমাকে দেবেন, আমি তাদের পুলিশের হাতে তুলে দেব।”

সমাবেশ শেষে তিনি নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান এবং অন্যদের কাছেও ধানের শীষে ভোট চাওয়ার অনুরোধ করেন। সমাবেশে সুশৃঙ্খলভাবে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির উপজেলা নেতৃবৃন্দসহ নীলকমল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version