দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলম বলেন, “দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে আসবেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও ঐতিহাসিক মুহূর্ত।

তাঁর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।” তিনি আরও বলেন, “সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন সংসদ প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রত্যাশা। এই জনসভা হবে একটি ঐতিহাসিক সমাবেশ, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে।” তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে মো. শরীফুল আলম বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এক অবিচ্ছেদ্য নাম। তিনি গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে তাঁর নেতৃত্ব দেশের মানুষের জন্য প্রেরণার উৎস।” দলীয় সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই ময়মনসিংহ সফরে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version