কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইইউ-ইওএম এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৈঠকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইইউ প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের পরিকল্পনা জানতে চান- ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কি না, অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এবং সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনের দিন সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রশাসনের প্রস্তুতি, ণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা।
সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা জানান, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করা এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য। এছাড়া মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রাখতে তারা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালাবেন। প্রতিনিধিরা নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনেই দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন।
”সাক্ষাৎকালে আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেছি। তবে ইইউ পর্যবেক্ষকরা এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনপত্র (অথোরাইজেশন লেটার) হাতে পাননি।” বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ঢাকায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইয়াবস আনুষ্ঠানিকভাবে এই পর্যবেক্ষণ মিশনের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ কেন্দুয়ায় স্থানীয় প্রশাসনের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হলো। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইইউ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছে।
