গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সদর উপজেলায় ট্রাকের চাপায় হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপার রোকনুজ্জামান (২০) পাশ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শিয়ালপাড়ার গ্রামের শহিদুলের ছেলে। স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে সদর উপজেলার সড়ক ভবন এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের নীচে শুয়ে ছিলেন। 
দাড়িয়ে থাকা ট্রাকের ড্রাইভার শুয়ে থাকার বিষয়টি জানতে না। ট্রাকটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার স্টার্ড দিলে সামনে দিকে গেলে। রোকনুজ্জামান ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। রোকনুজ্জামান অন্য একটি ট্রাকের হেলপার বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
