মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ জোনায়েদ আহমেদসহ দলটির বেশ কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গত রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।
জামায়াতের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার এবং উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজের হাতে ফুল দিয়ে তারা নতুন দলে যুক্ত হন। এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগতদের ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন।
হাফেজ জোনায়েদ আহমেদ ছাড়াও যোগদানকারীরা হলেন- হাফেজ ইসমাইল (উপজেলা প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন), হাফেজ উসমান গণী (সভাপতি, মাঘান সিয়াধার ইউনিয়ন), পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মো. শিবলী, আনোয়ার হোসেন, সুলান মিয়া, আবুল কাসেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন,মোফাজ্জাল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, আওলাদ হোসেন প্রমুখ।
যোগদান শেষে হাফেজ জোনায়েদ আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, ”ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হলে পারিবারিক রাজনৈতিক বলয় থেকে বের হয়ে আসতে হবে। ইসলামী আন্দোলন একটি পরিবারতান্ত্রিক সংগঠন। একমাত্র জামায়াতে ইসলামীই পরিবারতন্ত্রের বাইরে গিয়ে রাজনীতি করে। এ কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি।”
হাফেজ জোনায়েদ ২০১৭ সাল থেকে সাংগঠনিক সম্পাদক এবং ২০২৫ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা আহ্বায়কের দায়িত্বে ছিলেন। গত ২৩ জানুয়ারি তিনি ইসলামী আন্দোলনের জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন মোহনগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মৌলভী মাসুদ রানা জানান, গত ২৩ জানুয়ারি জেলা কমিটি হাফেজ জোনায়েদ আহমেদকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, এই যোগদানের ফলে মোহনগঞ্জে জামায়াতের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবাইকে একসাথে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও সফল করতে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন মোহনগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মৌলভী মাসুদ রানা জানান, গত ২৩ জানুয়ারি জেলা কমিটি হাফেজ জোনায়েদ আহমেদকে দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির এ টি এম হামিদ উল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক জায়েদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
