ঝোপঝাড় ও বনজঙ্গল থেকে অস্ত্র উদ্ধারের পর এবার কালভার্টের পাশ থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জে অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করে। রোববার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানাধীন আমতলী এলাকার একটি কালভার্টের পাশ থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
