নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর ‘রিক্সা’ মার্কার সমর্থনে এক বিশাল উলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে দুর্গাপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আল্লামা জিয়া উদ্দিন (দা. বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী গোলাম রব্বানী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “এই ঐক্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গঠিত হয়েছে। আমরা নিজেদের ভাগ্য নয়, জনগণের ভাগ্য গড়তে নির্বাচনে নেমেছি।”
তিনি আরও বলেন, “কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া হবে না। যারা আপনাদের ভয় দেখায়, তারা আসলে নিজেরাই ভীত। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ইনসাফের পক্ষে রায় দেবেন।”
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী কলমাকান্দা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জামায়েতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর রাজ্জাক, মৌ মাদরাসার মুফতি মামুনুর রশীদ, কাচারী মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালী উল্লাহ্, খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য আলেম মাশায়েকগণ।
বক্তারা বিদেশি আধিপত্যবাদের সমালোচনা করে বলেন, যুগের পর যুগ ভিনদেশী শক্তির দোসররা এ দেশের সম্পদ লুটে খেয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আর কোনো ‘সেবাদাস’ বা ‘দোসর’-কে ক্ষমতায় দেখতে চায় না। আলেমদের নিয়ে নানা অপপ্রচারের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সম্মেলন থেকে নেত্রকোনা-১ আসনে ‘রিক্সা’ মার্কার বিজয় নিশ্চিত করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


