নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ মো. দুলাল আহম্মদ (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভৈরব থানার রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ১৮০০ কেজি জিরা এবং ১৪ হাজার ৩৮৮ পিস মেহেদী জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪-এর একটি দল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাককে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে রাণীর বাজার এলাকায় ট্রাকটির গতিরোধ করে সিলেট জেলার বাসিন্দা দুলাল আহম্মদকে আটক করে।
তবে এসময় কৌশলে অন্য এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ বস্তায় মোট ১৮০০ কেজি জিরা এবং ১৯টি কার্টুনে ১৪ হাজার ৩৮৮ পিস মেহেদী উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ ৪৭ হাজার ৭৬০ টাকা। এছাড়া পাচার কাজে ব্যবহৃত ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপর আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
