জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল-১ (নড়াইল সদর একাংশ ও কালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য অধ্যপক বি এম নাগিব হোসেনকে সমর্থনের সমর্থন ও নির্বাচনি প্রচারণা চালানোয় কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, নড়াইল-১ আসনে রয়েছেন বিএনপি মনোনীত বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতিক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা প্রতিক), ইসলামী আন্দলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা প্রতিক), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতিক), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস প্রতিক), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল প্রতিক) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া প্রতিক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
