নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা বিপুল পরিমাণ বিদেশী মদ এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতের তৈরি মদ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে ফুলবাড়ী নামক এলাকায় বিজিবি মাদক এই বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত মেইন পিলার ১১৭২ এমপি হতে প্রায় তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।
এ অভিযান চলাকালীন মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২ বোতল ’এসি ব্ল্যাক’ ও ১২ বোতল ‘আইস ভদকা’ এই দুই ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাদকদ্রব্য এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
