শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক এবং নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিদ্বন্ধী প্রার্থীর উপস্থিত ছিলেন। তারা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন খান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত তারা প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা নির্বাচনের পরিবেশ, কেন্দ্র দখল রোধ এবং গণভোটের প্রক্রিয়া নিয়ে তাদের সুনির্দিষ্ট মতামত ও শঙ্কা তুলে ধরেন।
বক্তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
