কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়েছে। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল-এর প্রচারকর্মীদের লিফলেট বিতরণে বাধা প্রদান এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায় দলপা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী দুলাল-এর সমর্থক ব্যবসায়ী সুমন মিয়া, সাবেক ইউপি সদস্য মতি মিয়া ও নুরুন্নবি ‘ঘোড়া’ প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। অভিযোগ উঠেছে, আশুজিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. রুহুল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তাদের বাধা দেন এবং লিফলেটের ব্যাগটি ছিনিয়ে নেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো. রুহুল আমিন দাবি করেন, ”আমরা খবর পেয়েছি তারা প্রতিটি লিফলেটের সাথে ৫০০ টাকা করে ভোটারদের দিচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা কেবল এই অনৈতিক কাজে বাধা দিয়েছি এবং প্রমাণ হিসেবে ব্যাগটি নিয়ে এসেছি।”
তবে এই অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সুমন মিয়া বলেন, ”টাকা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে এবং জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে নিজেদের পকেটের টাকা সেখানে ঢুকিয়ে ভিডিও করেছে। তারা আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমি এই বিষয়ে আর্মি ক্যাম্পে অভিযোগ জানাতে যাচ্ছি।”
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সফুরা আক্তার, হাফিজ মিয়া ও জানু মিয়া জানান, তারা সেখানে কোনো টাকা লেনদেন হতে দেখেননি। বরং ধানের শীষের সমর্থকরা এসে অহেতুক প্রচারণায় বাধা সৃষ্টি করেছে বলে তারা দাবি করেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল ইসলাম জানান, ”ঘটনাটি সম্পর্কে আমরা মৌখিক তথ্য পেয়েছি। লিখিত অভিযোগ পেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


