নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের সঙ্গে তার আপন ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হয়।
মাপামাপির একপর্যায়ে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মোজাম্মেল উত্তেজিত হয়ে বড় ভাই মোশাররফকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।
উপস্থিত স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে নিহত মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরেও গিয়েছিলেন।
তিনি আরও জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু নাকি আঘাতজনিত। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


