ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর সেন্ট্রাল মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালান নেতা-কর্মীরা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে জুলাই চেতনাকে ধারণ করে রাষ্টীয় কাটামো গঠনের লক্ষে অনুষ্ঠীতব্য গণভোটে জুলাই সনদকে সমর্থন জানিয়ে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা করা হয়।
প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ”আপনারা জানেন ইতোমধ্যে ২৪-এর অসূভ পরাজিত শক্তি ‘না’ ভোট দিতে বদ্ধপরিকর, আমাদের হ্যাঁ’কে জিতিয়ে নিয়ে আসতে হবে দেশের স্বার্থে, জুলাই শহীদদের স্বার্থে ও আমাদের আজাদীর আন্দোলনে শহীদদের স্বার্থে, যদি আমরা হ্যাঁ’কে জিতিয়ে নিয়ে আসতে পারি, তাহলে একটু হলেও তাদের রক্তের ঋণ পরিশোধ হবে”।
