শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে।
এরই অংশ হিসেবে নেত্রকোনার দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জানুয়ারি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের পক্ষে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং সংগঠন পরিচালনায় দক্ষতার কারণে এজমল হোসেন পাইলটের ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ উপলক্ষে এজমল হোসেন পাইলট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেতৃত্বের দেওয়া আস্থাকে সম্মান জানিয়ে তিনি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করাই তাঁর প্রধান লক্ষ্য।


