নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে গুরুত্বপূর্ণ দুটি ধাপ সম্পন্ন হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এজেন্টদের দায়িত্ব, আচরণবিধি এবং নিয়োগ প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য বা বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সহযোগিতার আহবান জানান।
