নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলে’র (জেএসডি) প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ‘তারা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি জেএসডি’র ঢাকা মাহনগর (উত্তর) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার পর তিনি গণমাধ্যমে মুখোমুখি হয়ে তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি এবং স্থানীয় চেয়ারম্যানের বহিষ্কার নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন তার সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।”
তিনি আরও জানান, সাধারণ মানুষ শান্তি চায় এবং যেকোনো প্রশাসনিক পদক্ষেপ যেন জনস্বার্থেই পরিচালিত হয়- সেটি নিশ্চিত করা দরকার।
‘তারা’ প্রতীকে জনমানুষের প্রত্যাশা পূরণ প্রতীক পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন বলেন, “আমি বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবের দল জেএসডি’র হয়ে ‘তারা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই প্রতীক কেবল একটি রাজনৈতিক চিহ্ন নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি মানুষের পাশে আছি।”
তিনি তার বক্তব্যে বিশ্বনবী (সা.)-এর বিদায় হজ্জের ভাষণের তাৎপর্য তুলে ধরে বলেন, “সমাজ, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আদর্শই আমার রাজনীতির মূল ভিত্তি। আমি গণমুখী রাজনীতিতে বিশ্বাসী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে নেত্রকোনা-১ আসনকে একটি আদর্শ এলাকায় রূপান্তরিত করতে বদ্ধপরিকর।”
সেই সাথে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জেএসডির এই নেতা।
