দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারি। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজু আহমেদ বলেন, আসন্ন গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি।

জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সঠিক প্রতিফলন নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ভোটাধিকার সম্পর্কে সঠিক ধারণা ও অংশগ্রহণমূলক মনোভাব গড়ে তোলার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।

‘দেশের চাবি আপনার হাতে’ এই বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। ভোটাররা যত বেশি অবহিত হবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া তত বেশি শক্তিশালী হবে।

ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা জোরদার করার আহ্বান জানান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version