টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী সোমবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন খান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত সংসদ প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা দৃষ্টান্তকে ধারণ করে দল ও দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তৃতারা। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
