মো: মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ
বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগন যদি গনভোটে ”হ্যা” ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মক্ত হবে । সোমবার( ১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের হলরুমে ভোটারদের আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপুর্ন এবং অংশ গ্রহনমুলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতাবৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আমাদের একটি পরিকল্পিত ও নতুন রাষ্ট্র দরকার, যে রাষ্ট্রে এক ব্যক্তির খামখেয়ালি চলবে না, আর এই গণঅভ্যুর্থানে দেশের প্রতিটি মানুষের অবদান রয়েছে। ফ্যাসিষ্ট কে দেশ থেকে বিতাড়িত করতে তাদের অনুসারীরা ছাড়া প্রত্যেকের মা- বাবা, শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা সবাই নিজের জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে। অনেকে পঙ্গু হয়েছে, ফ্যাসিষ্ট আবার ফিরে আসার জন্য তারা এই স্যাকরিফাইস করেনি। তারা করেছে নতুন বাংলাদেশের সপ্ন দেখে। এটাকে কোন ভাবেই পিছিয়ে ফেলানো যাবে না। ঔক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)যাদব সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা।
অনুষ্ঠানের আগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে গনভোটের গাড়ীর উদ্বোধন করেন তিনি । তবে সমাবেশ চলাকালে শহীদ হাদীর হত্যার বিচারের প্রশ্ন কে কেন্দ্র করে একপর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপদেষ্টা আসিফ নজরুল মঞ্চ ত্যাগ করে চলে যান।
