গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
উপদেষ্টা সভাস্থলে প্রবেশ করার সাথে সাথেই, দর্শক সারি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা ওসমান হাদী হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। পরে ড. আসিফ নজরুল বক্তব্য দিতে গেলে তাঁরা খুনিদের গ্রেফতার ও বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে আগ্রহ প্রকাশ করলে উপস্থিত শিক্ষার্থীরা সভামঞ্চেই জবাব চান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুরু হয়। একপর্যায়ে ড. আসিফ নজরুল সভাস্থল ত্যাগ করেন। উপদেষ্টার প্রস্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
