লোকমান আহমদ,
সিলেট সিলেটের শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যাওয়া একটি হাতিকে প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে বন বিভাগের তত্ত্বাবধানে মালিকের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। এরপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাতিটিকে ভাড়া আনা হয়েছিল। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, দুর্ঘটনায় হাতিটির পেছনের দুই পা আহত হয়েছে।
দীর্ঘ সময় কাদাযুক্ত পানিতে পড়ে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার পর হাতিটি কিছুটা নড়াচড়া করতে পারলেও আঘাতপ্রাপ্ত পেছনের পা দুটি পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, উদ্ধার কার্যক্রম শেষে হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
