নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার বিকেলে কলেজ পাড়া ঈদগাহ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ডা. এম. এ. মান্নান। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল আনন্দ উদযাপন করে এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা হয়।
