আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নারীদের প্রত্যাশা ও মতামত শুনেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী উপস্থিত হন। সভায় নারীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় এক নারী বলেন, অনেক মা আছেন, যারা এখন এই কথাটা বলতেই পারছেন না যে তাঁদের সন্তান নেশাগ্রস্ত। যেমন আমি আমার ছেলে নেশা করে। আমার মতো অনেক মায়ের সন্তান এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হোক যেন কেউ নেশা হাতে নিতে ভয় পায়।
আরেক নারী বলেন, হাসপাতালে গেলে দেখা যায় শুধু নোংরা পরিবেশ। টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। হাসপাতালে গিয়ে টয়লেটে বসার পরিবেশ নেই, গোসলখানা নোংরা। ডায়াবেটিস রোগীর কোনো চিকিৎসা নেই, কুকুরের কামড়ের ওষুধও পাওয়া যায় না। আমি চাই আমাদের স্বাস্থ্য বিভাগটা যেন সঠিক ও ভালো হয়। ব্যারিস্টার কায়সার কামাল নারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।
এ সময় কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুটো উপজেলাই খুব ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি আপনারা যদি আমাকে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।
সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হোক বা যত বড় নেতা হোক কাউকেই আমি ছাড় দেব না, ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমরা দলের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করব। আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি মানুষ আগামীতে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
আর সুসংবাদ হলো ফ্যামিলি কার্ডটি গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। এছাড়াও নারীদের কল্যাণে বাস্তবমুখী নানা উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়।
