নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় একশো পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বেচাকেনার নগদ লাখ ৫১ হাজার একশো টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. ফারুক আহমেদ মদন উপজেলার কাইটাল ইউনিয়নে বাসরী দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মদন থানার ওসি মো. হাসনাত জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ (রবিবার) আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এরআগে গত শনিবার দিনগত রাত দেড়টার দিকে মদন থানার ওসি মো. হাসনাত জামানের তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ও সঙ্গীয় ফোর্সসহ ফারুক আহমেদকে একশো পিস গোলাপী রংয়ের মদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং মাদক বেচাকেনার নগদ ছয় লাখ ৫১ হাজার ১০০ টাকা জব্দ করে পুলিশ।
