নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ঐতিহ্যবাহী চকএনায়েত যুবক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল মাসুদ । গতকাল শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে প্রধান নির্বাচন কমিশনার এ.এক.এম নজরুল ইসলাম পটল ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নাম আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি ঘোষণা করা হয়েছে আব্দুল হাকিমকে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল মাসুদ জানান, ক্লাব সদস্যদের আস্থা এবং ভালবাসায় আমি এ দ্বায়িত্ব পেয়েছি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকএনায়েত যুবক সমিতিকে আর অত্যাধুনিক সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। ভবিষৎতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
ক্লাবের এক সদস্য জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও সংগঠিত ছিল। পুরো নির্বাচনের পরিবেশ ছিল উৎসবমুখর। নতুন নেতৃত্বের কাছে তার প্রত্যাশা ক্লাবের সুযোগ-সুবিধা আর সম্প্রসারিত হবে।
