ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ছেলেদের মোট পাঁচটি হল অংশগ্রহণ করে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাদ্দাম হোসেন হল ও শহীদ আনাস হল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শহীদ আনাস হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাদ্দাম হোসেন হল। এসময় উপস্থিত ছিলেন দুই হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষার্থীরা।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আরাফাত বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে শক্তিশালী করে এবং মানসিকভাবে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ধৈর্য ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে। তাই সুস্থ জীবন গড়তে সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
