তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের টহলরত দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত কামরচাক ইউনিয়ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১২ই জানুয়ারি) সকালে মোহাম্মদ জহির আলীর বসতবাড়িত অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ স্থানীয় রাজনগর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধে আইন-শৃঙ্খলারক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনীর সূত্রে।
