আটপাড়া ১০ জানুয়ারি, ২০২৬ নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয় মাঠে আয়োজিত এই খেলায় ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অতিথিবৃন্দ ও উপস্থিতি উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শোভা বর্ধন করেন: টিটু ভূইয়া, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। মাহমুদুল হাসান মান্না, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা ছাত্রদল। আব্দুল হান্নান তারা, সভাপতি, সুখারী ইউনিয়ন বিএনপি। সৈয়দ মোস্তফা আশরাফ কামাল শাহিন, সাধারণ সম্পাদক, সুখারী ইউনিয়ন বিএনপি। মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল। মোতাহার হোসেন পরাগ, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল।
সভাপতিত্ব ও সঞ্চালনা সুখারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনার হোসেন। শীতকালীন এই নাইট ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইউনিয়ন জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে তৌসিফুল ইসলাম খান বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ছাত্রদলের এমন আয়োজন তৃণমূল পর্যায়ে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


