দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

 আটপাড়া ১০ জানুয়ারি, ২০২৬ ​নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয় মাঠে আয়োজিত এই খেলায় ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​অতিথিবৃন্দ ও উপস্থিতি ​উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শোভা বর্ধন করেন: ​টিটু ভূইয়া, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। ​মাহমুদুল হাসান মান্না, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা ছাত্রদল। ​আব্দুল হান্নান তারা, সভাপতি, সুখারী ইউনিয়ন বিএনপি। ​সৈয়দ মোস্তফা আশরাফ কামাল শাহিন, সাধারণ সম্পাদক, সুখারী ইউনিয়ন বিএনপি। ​মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল। ​মোতাহার হোসেন পরাগ, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল। ​

সভাপতিত্ব ও সঞ্চালনা ​সুখারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনার হোসেন। ​শীতকালীন এই নাইট ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইউনিয়ন জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে তৌসিফুল ইসলাম খান বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ছাত্রদলের এমন আয়োজন তৃণমূল পর্যায়ে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। ​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version