দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের হাতপাখার প্রার্থী শাহ্ নুরুল কবির শাহীনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে ঘটনাটিকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ নম্বর বড়হিত ইউনিয়নের নশতি বাজার মসজিদে এশার নামাজের আগে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তানভির আহমেদ তানিমের নেতৃত্বে একদল ব্যক্তি শাহ্ নুরুল কবির শাহিন ও তার সঙ্গে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতাদের ওপর হামলা চালায়।

এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় শুক্রবার (৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, হামলাকারী একটি রাজনৈতিক দলের ঘোষিত প্রার্থীর আত্মীয় বলে জানা গেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাদের উদ্ধত আচরণ ও হুমকি স্পষ্ট। বিষয়টি ঈশ্বরগঞ্জের নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আনা হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উপজেলা সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ জানান, এশার নামাজের জন্য মসজিদে প্রবেশের প্রস্তুতিকালে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের ওপর চড়াও হয়।

মসজিদের পবিত্রতা ও নামাজিদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তারা পাল্টা প্রতিরোধ না করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। এরপরও হামলাকারীরা উত্তেজক ও উদ্ধত আচরণ অব্যাহত রাখে। তিনি আরও জানান, ঘটনার পর তানভির আহমেদ তানিম সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এবিষয়ে জানতে চাইলে শাহ্ নুরুল কবির শাহিন জানান, হামলার ঘটনার বিষয়টি মৌখিকভাবে সহকারী রিটার্নিং অফিসার ঈশ্বরগঞ্জ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

আজ শনিবার তিনি লিখিত আকারে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এব্যাপারে ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান জানান, হামলার বিষয়টি মৌখিকভাবে জানায়েছেন। কিন্তু তাঁকে লিখিত আকারে অভিযোগ করার জন্য বলা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, হামলার বিষয়টি মৌখিকভাবে জানায়েছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, শাহ্ নুরুল কবির শাহিন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন এবং বর্তমানে দলটির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version