আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আটপাড়া উপজেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন নেত্রকোনা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, আতিক মির্জা, মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, মাইনুল হাসান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ্য আজিজুল হক চন্দন, সদস্য নূরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাকাব্বির ভুঁইয়া টুটুল, জেলা তাঁতীদলের সহ- সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ শেখ, উপজেলা প্রেসক্লাবের সদস্য রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. শাহজাহান মোক্তাদির, ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম শেখ হাবলু৷, ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন। দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ৷


