নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
মাসুদ আলম। বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার নতুন রাস্তা, চানমারি, চাষাড়া গোলচত্বর থেকে খানপুর হাসপাতাল রোড ধরে গুদারাঘাট হয়ে স্কুল প্রাঙ্গণে ফিরে আসে।
তবে শতবর্ষের মিলনমেলার মূল অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে শুরু হয়ে রাতে সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড. মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯২৬ সালে ঢাকার নবাব পরিবারের আর্থিক সহায়তায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মিলিত হয়ে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
