নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তিন যুবকসহ চারজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয় এর পেছনে মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন- নারয়ণপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম মাহিন (২১), গোহালাকান্দা গ্রামের মৃত জুতন রবিদাসের ছেলে বিজয় রবিদাস (২০), ইয়ারণ গ্রামের মো. আ. খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২০) এবং সেনেলুনুই গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৭)। তারা সকলেই পূর্বধলা উপজেলার বাসিন্দা।
ঘটনাস্থলেই পূর্বধলার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান আসামিদেরকে দোষী সাব্যস্ত করেন। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড উভয় দন্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ (বুহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
