নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বুধবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাগত-বক্তব্য প্রদান করেন। তিনি সংক্ষেপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও রাষ্ট্রীয় পরিসরে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
প্রয়াত নেত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এম. পরান ফয়সাল ও ওয়াহিদ হাসান নাবিল। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে বাংলা বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল হালিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ পারভীন তাঁদের বক্তব্যে প্রয়াত নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া বক্তব্য দেন- পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক এবং পরিচালক (অর্থ ও হিসাব শাখা) মো. সাইফুল ইসলাম। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকসভায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন বেগম খালেদা জিয়াকে পুরুষশাসিত রাজনৈতিক পরিসরে এক দৃঢ় ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সবশেষে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম বক্তৃতায় প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য, প্রভাবশালী ও সময়নির্ধারক নেতা। গণতন্ত্র, জাতীয় রাজনীতি ও নেতৃত্বের প্রশ্নে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি।


