দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বাহিরচাপড়া এলাকায় অন্যর জমি দখল করে রাতারাতি ঘর বানিয়ে এতে বাউল সাধকের ব্যানার টানিয়েছেন দখলদারেরা।

এ ঘটনায় জমির মালিক পার্শ্ববর্তী বালুয়াখালি গ্রামের মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

অভিযুক্তরা হলেন, পৌরশহরের বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আমির বাশার (৫৫) ও তার ভাই মো. এমরান বাশার (৪৫) একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০), মো. খাইরুল মিয়া (৪০), মো. কালা মিয়ার ছেলে), মো. সাজ্জাদুল (৩৮) ও মো. সোহরাব (৪৫)।

অভিযোগে মাহমুদা আক্তার জানান, তার পৈত্রিক এক একর ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের আমির বাশার ও এমরান বাশারসহ কয়েকজন মিলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভ্যাকু দিয়ে মাটি কেটে সড়কের পাশে ভরাট করে। পরে বাড়িতে আগেই তৈরি করে রাখা দুটি ঘর নিয়ে এসে সেখানে স্থাপন করে। পরে ঘরের সামনে বাউল সাধকের ব্যানার টানিয়ে রেখেছে। পরদিন এ বিষয়ে বাধা দিতে গেলে দখলদারেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেয়।

এ ঘটনায় পরদিন মাহমুদা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মাহমুদ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তারা জোর করে আমাদের পৈত্রিক জায়গাটি দখলের চেষ্টা করে আসছে। সম্প্রতি অভিযুক্তরা জমিটির মালিকানা দাবি করে জোরপূর্বক আমাদের বেদখলের চেষ্টা চালাচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাহমুদার ভাই সজিব তালুকদার বলেন, জায়গার সিএসসহ সকল কাগজ আমাদের। কিন্তু তারা জোর করে দখল নিয়ে মালিকানা দাবি করছে। সড়কের পাশে মাটি ভরাট করে রাতারাতি ঘর তুলে বাউলের আস্তানা দাবি করে ব্যানার টানিয়েছে। একটা স্পর্শকাতর বিষয়কে দখলের ঢাল বানিয়েছে। এটা আরও নিন্দনীয় কাজ। আমরা আইনের দারস্থ হয়েছি। আশা করছি ন্যায় বিচার পাব।

সরেজমিন দেখা গেছে, জেলা শহরের পূর্বদিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সদ্য মাটি ভরাট করে দুটি ঘর তৈরি করা হয়েছে। এর একটিতে বাউল সাধক রশিদ উদ্দিনের স্মরণ সভার বিশাল ব্যানার টানানো রয়েছে। আগামী ১৯-২০ জানুয়ারি স্মরণ সভা হবে বলে ওই ব্যানারে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় বাবুল মিয়া ও কামরুল হাসান বলেন, কয়দিন আগেও এখানে কোন ঘর ছিলো না। ঘরের জয়াগাটি গভীর গর্ত ছিলো। হঠা এক রাতে ভ্যাকু দিয়ে মাটি ভরাট করে দ্রুত ঘর তৈরি করা হয়েছে। জায়গাটি নিয়ে ঝামেলা চলছে শুনেছি। দখল পাকাপোক্ত করতেই বাউলের আস্তানা প্রমাণের জন্য ঘরে ওই ব্যানার টানানো হয়েছে। যেন কেউ ভয়ে ঘরটি না ভাঙতে পারে। প্রকৃতপক্ষে ওইখানে কোন বাউলের আস্তানা ছিলো না। এটি দখলের একটি অভিনব কৌশল।

এ বিষয়ে বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ড কৃষকদলের সভাপতি রতন মিয়া বলেন, জায়গাটি দীর্ঘবছর ধরেই আমির বাশার ও এমরান বাশারদের দখলে ছিলো। তবে তাদের কোন কাগজপত্র ছিলো না। কয়েক বছর আগে কাগজপত্রে মাহমুদাদের পৈত্রিক সম্পত্তি হিসেবে জানা গেছে। এ নিয়ে কয়েক বছর আগে সালিশ করে সিদ্ধান্ত হয়েছিল যে, কিছু জায়গা আমির বাশার ও এমরান বাশাররা টাকা দিয়ে কিনে নেবেন। কিন্তু পরে সেটি আর বাস্তবায়ন হয়নি। তবে কয়দিন আগেও ওই জায়গায় কোন ঘর ছিলো না।

এ বিষয়ে অভিযুক্ত এমরান বাশার বলেন, এই জমিতে মাহমুদাদের কোন অংশ নেই। আমরা প্রকৃত মালিকের থেকে এটি কিনে নিয়েছি। ৫০ বছরের বেশি সময় ধরে জায়গাটি আমাদের দখলে রয়েছে। রেকর্ডসহ কাগজপত্রে থাকা কিছু ত্রুটি সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে। সড়কের পাশে রাতারাতি ঘর তোলা হয়নি। আগে থেকেই সেখানে ঘর ছিলো। বাউল সম্রাট রশিদ উদ্দিনের আত্মীয়দের কাছ থেকে জায়গাটি কেনা হয়েছে বলে একটি ঘর তাঁর স্মরণে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকমল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষই দ্রুত আলোচনায় বসার কথা রয়েছে। এতে সমাধান না হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version